যমজ সন্তান লাভের দোয়া
New
$0

 মানুষের জীবনে সন্তান হলো আনন্দ ও আশীর্বাদের প্রতীক। ইসলামে সন্তান লাভকে আল্লাহর বিশেষ রহমত হিসেবে গণ্য করা হয়। অনেক দম্পতি আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন তাদের সুস্থ সন্তান দান করেন। বিশেষ করে যারা যমজ সন্তানের আশা করেন, তারা আন্তরিকভাবে যমজ সন্তান লাভের দোয়া পাঠ করে থাকেন। কুরআন-হাদিসে সরাসরি যমজ সন্তানের জন্য আলাদা কোনো দোয়া না থাকলেও আল্লাহর কাছে উত্তম সন্তান দানের জন্য দোয়া করার নির্দেশ রয়েছে। যেমন, “রব্বি হাবলি মিন লাদুনকা জরিয়্যাতান তোইয়্যিবাহ” অর্থাৎ, হে আল্লাহ! তুমি আমাকে উত্তম সন্তান দান করো। দম্পতিরা নিয়মিত ইবাদত, নামাজ, দোয়া এবং আল্লাহর ওপর ভরসা রেখে প্রার্থনা করলে তাঁর রহমতে সুস্থ সন্তান লাভ করা সম্ভব হয়।

Location

dhaka,112054,Auburn,Alabama

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service